৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে একটি রড বোঝাই ট্রাক উল্টে পড়ে। এতে ঢাকামুখী লেনে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাত ৪টার দিকে গজারিয়ার জামালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরাতে বিলম্ব হওয়ায় যান চলাচলে স্থবিরতা নেমে আসে। ফলে ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। সকাল ৯টা পর্যন্ত যানজট ধীরে ধীরে চলতে থাকলেও তা পুরোপুরি নিরসন হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

 

নয়াশতাব্দী/জিএস