২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

সভাপতি জয় ও সাধারন সম্পাদক জুয়েল রানা

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সভাপতি জয় ও সাধারন সম্পাদক জুয়েল রানা

দীর্ঘ নয় বছর পর ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- এক জরুরি বিশেষ সভা, বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়; যাতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানসুর আলী, ডিসিটি ট্যাক্স ক্যাডার এবং সদস্য হিসাবে আবিদুর রহমান, সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব এবং রাসেল মনির অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ।

পরবর্তীতে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান, সিনিয়র সহাকারী সচিব, পরিকল্পনা কমিশন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু নতুন সভাপতি কমিটির নাম প্রস্তাব করেন।

সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহিত হয়। নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় জানান, এই কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করবে। আর সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্যকে প্রশ্রয় দিব না।

নয়াশতাব্দী/সাইদুর