৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

উপচেপড়া ভিড় নেই গাবতলীতে, কাউন্টারে টিকিট পেয়ে স্বস্তি

নয়া শতাব্দী প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
উপচেপড়া ভিড় নেই গাবতলীতে, কাউন্টারে টিকিট পেয়ে স্বস্তি

ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। এবার দীর্ঘ ছুটি মেলায় বাড়তি উৎসাহ বিরাজ করছে ঘরমুখো যাত্রীদের মধ্যে।

এদিকে দীর্ঘ ছুটিতে মানুষ ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনো বিভিন্ন গন্তব্যের অনেক বাসের টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান তারা।

যাত্রীদেরও অনেকে কাউন্টারে এসে ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে আনন্দ প্রকাশ করছেন।

শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নয়াশতাব্দী/এনএইচএস