২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পার্ক ২০০১ ব্যাচ চ্যাম্পিয়ন

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন
শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পার্ক ২০০১ ব্যাচ চ্যাম্পিয়ন

বয়স মানুষকে নতুন পরিস্থিতির সম্মুখীন করে আর সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারলেই মানুষ সফল হয়। আর তেমনি পরিস্থিতি মোকাবেলা করে সফল হলো স্পার্ক   ২০০১ ব্যাচ। ১১তম স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ শিরোপা ঘরে তুলল তারা। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্ট্রম ২০১৭ ব্যাচকে এক রানে পরাজিত করে।

দেশের কোনো উপজেলার এটাই প্রথম ফ্লাডলাইটে খেলা। পাইকগাছা সরকারি কলেজমাঠ ছিল হাজার হাজার দর্শকে ভরা, রাত তখন ১টা বাজে। আন্তর্জাতিক ম্যাচ ছিল না কিন্তু আন্তর্জাতিক ম্যাচে কোনো অংশে কম ছিল না। ম্যাজিক্যাল একটা ম্যাচ। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে খেলার ফলাফলের জন্য। ছয় বলে স্ট্রম ২০১৭ এর দরকার জেতার জন্য ১০ রান। বলে আসেন ২০০১ ব্যাচের অফ স্পিনার মনজুরুল ইসলাম। প্রথম বলে দেন শূন্য। দ্বিতীয় বলে ওভার বান্ডারি। তৃতীয় বলে আবার শূন্য, চতুর্থ বলে ২০১৭ এর ওপেনিং ব্যাটারকে সাজঘরে পাঠান। পঞ্চম ও ষষ্ঠ বলে এক রান করে দেন।

২০০১ সাল থেকে স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু। ১৮টি দল অংশগ্রহণ করে এবারের টুর্নামেন্টে। গত মঙ্গলবার (০১-০৪-২০২৫) শুরু হয় ১১ তম স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (০৪-০৪-২০২৫) ছিল ফাইনাল।


টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্পার্ক ২০০১ ব্যাচ। নির্ধারিত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। পরে ব্যাট করতে নেমে স্ট্রম ২০১৭ ব্যাচ শেষ বল পর্যন্ত খেলে দুই উইকেটে ১৩৭ করে। এক রানে জয় পায় স্পার্ক ২০০১ ব্যাচ। ম্যান অফ দ্যা ম্যাচ ২০০১ ব্যাচের মনিরুজ্জামান মনি এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন ২০১৭ ব্যাচের প্রীতম মণ্ডল।

 

নয়াশতাব্দী/জিএস