২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

স্কুলে নৈতিক শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
স্কুলে নৈতিক শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্কুলের সকল কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিশুদের মধ্যে স্বাভাবিকভাবেই নৈতিক মূল্যবোধ গড়ে উঠে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘মোরাল এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. বিধান রঞ্জন বলেন, শিশুদের মানসিক বিকাশে কল্পনাশক্তির বিকাশ অপরিহার্য। শিশুকে নৈতিকতা শেখানোর সবচেয়ে কার্যকর উপায় হলো গল্প। এ সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের জন্য নয়, বরং এটি নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র। এ কারণে আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মৌলিক পার্থক্য বুঝতে হবে।