২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক

দলের নারী নেতাদের হয়রানির বিষয় জাতিসংঘের একটি প্রতিনিধি দলকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি।

গত মঙ্গলবার (১৩ মে) ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা। জাতিসংঘের প্রতিনিধিত্বকারী ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান। 

এনসিপি বাংলাদেশের চলমান উত্তরণ, কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা এবং রাজনীতিতে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের একটি প্রতিনিধিদলকে ওই বৈঠকে স্বাগত জানায়

সভায় এনসিপির নেতৃত্ব প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধার এবং অতীতের অন্যায়ের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাঠামোগত সংস্কারের জরুরিতার ওপর জোর দেন। আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এনসিপির নারী রাজনৈতিক নেতাদের চলমান হয়রানির ওপর, বিশেষ করে অনলাইনে। জনজীবনে নারীদের লক্ষ্য করে ক্রমবর্ধমান হুমকি ও নির্যাতনের বিষয়ে এনসিপি উদ্বেগ প্রকাশ করেছে এবং মর্যাদা, নিরাপত্তা এবং সমর্থনের সাথে রাজনীতিতে তাদের অংশগ্রহণ অব্যাহত রাখার উপায় অনুসন্ধান করেছে।

নয়াশতাব্দী/এসআর