২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

ছুটির দিনেও শিশু আদালত চালু রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
ছুটির দিনেও শিশু আদালত চালু রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ

সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখা প্রসঙ্গে কিছু নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, অত্র কোর্টের (সুপ্রিম কোর্টের) এটা গোচরীভূত হয়েছে যে, শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেপ্তার-আটক করার পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিশিয়াল 
ম্যাজিস্ট্রেট-মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হচ্ছে। 

কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আইনগত এখতিয়ার নেই। ফলে যেকোনো আদেশ বা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকেন। এতে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম-সংবাদদাতা-সাক্ষী) হেফাজত এবং আটককৃত আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে সরেজমিন উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর বিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে।

এছাড়াও ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশুদের জবানবন্দি দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।

নয়াশতাব্দী/জিএস