২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

‘নাইটহুড’ সম্মাননা পাচ্ছেন জেমস অ্যান্ডারসন

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
‘নাইটহুড’ সম্মাননা পাচ্ছেন জেমস অ্যান্ডারসন

দারুণ এক সম্মাননা পাচ্ছেন টেস্টে ইংল‍্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ‍্যান্ডারসন। ক্রিকেটে অবদানের জন‍্য নাইটহুড দেওয়া হচ্ছে সাবেক এই পেসারকে।

গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন অ‍্যান্ডারসন। ৭০৪ উইকেট নিয়ে এই সংস্করণে ইতিহাসেরই সফলতম পেসার তিনি।

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ‍্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা।

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা রাজা অনুমোদন করেন। গত নভেম্বরে পদত্যাগ করা ঋষি সুনাকের তালিকায় আছেন অ্যান্ডারসন। ক্রিকেটারদের মধ্যে এর আগে নাইটহুড পেয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, জিওফ বয়কট, ইয়ান বোথামসহ অনেকেই। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসরাও ভূষিত হয়েছিলেন নাইটে। এই উপাধি পাওয়ার ব্যক্তির নামের আগে ‘স্যার’ যুক্ত হয়।

এ নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড প্রধান রিচার্ড টম্পসন মনে করেন, ‘ইংল্যান্ড কিংবদন্তি’ অ্যান্ডারসনের নাইটহুড ‘প্রাপ্য সম্মাননা’ যিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা। দুই দশকের বেশি সময়ে ৪২ বছর বয়সী অ্যান্ডারসন দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ১৮৮ টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ১১৪ উইকেটের পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫৮টি ও টি-টোয়েন্টিতে ৪১টি উইকেট শিকার করেছেন এ পেসার।

 

নয়াশতাব্দী/জিএস