
মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহতরা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
আরও জানা যায়, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি দল যাত্রা শুরু করে। নেতাকর্মীদের বহনকারী বাসটি টাঙ্গাইলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি শহীদুল্লাহ বলেন, দুর্ঘটনার কবলিত মাইক্রোবাসগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজন গুরুত্বর আহত রয়েছেন।