৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

পাকিস্তানের সঙ্গে বন্ধন জোরদারের আহ্বান ড. ইউনূসের

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
পাকিস্তানের সঙ্গে বন্ধন জোরদারের আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপের আহ্বান করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, কিছু প্রতিবন্ধকতা আছে। আমাদের সেগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে। যাতে করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনাগুলো অনুসন্ধান করা যায়।

১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বালুচ।

অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত “উভয় দেশের সম্ভাবনাগুলো কাজে লাগানোর উপায় খোঁজা।”

তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসায়িক পর্যায়ে (B2B) যোগাযোগ ও সব স্তরে সফর বিনিময়ের প্রয়োজন রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, চলতি মাসের শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক ডারের আসন্ন বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।

নয়াশতাব্দী/ইআর