
নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৬ জুলাই) দুপুরে, চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি সীমান্ত হত্যার কড়া সমালোচনা করেন। এ সময় সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, সকালে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির গাড়িবহর। পরে, শহরের শান্তিমোড় থেকে শুরু হয় পদযাত্রা। কলেজ চত্বর এলাকায় গিয়ে পথসভা করে দলটি। এছাড়া ক্লাব সুপার মার্কেট এলাকায় উদ্বোধন করা হয় এনসিপির জেলা কার্যালয়।
সবশেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় দলটির গাড়িবহর। এনসিপির কর্মসূচিতে উপস্থিত রয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে।
নয়াশতাব্দী/ইআর