২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাটে আবার মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আজ রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

দীর্ঘদিন পর টেস্টে ফিরছে দুই দলই, ফলে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ।

বাংলাদেশ একাদশ: নামজুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, বিলেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ভিক্টর নুচি ।

 

নয়াশতাব্দী/জিএস