২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

সাবেক উপমন্ত্রী জয়সহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
সাবেক উপমন্ত্রী জয়সহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্ত্রী সোনিয়া আরিফ সোমা, ছেলে খান জিনিদিন ইয়াজিদ জিদান ও মেয়ে উম্মে সাওদা খানসহ চারজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই আদালত আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম ও পদ্মা ব্যাংক পিএলসি শাখার এসইভিপি সাব্বির মোহাম্মদ সায়েমের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন৷ দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান সাবেক উপমন্ত্রী জয়সহ চারজন ও দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ অপর দুজনের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

জয়ের পরিবারের আবেদনে বলা হয়, আরিফ খান জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

অপর দুই আসামির আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেড সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অপরাধে দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।

গোপনসূত্রে জানা যায়, মামলার আসামি ব্যক্তিরা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

নয়াশতাব্দী/সাইদুর