
শাকিব খানের ‘বরবাদ’ মিশিগানে হাউসফুল। ১৮, ১৯ ও ২০ এপ্রিল মিশিগানের ওয়ারেন সিটির এমজেআর ইউনিভার্সেল গ্র্যান্ড সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় শো শুরু হয়েছে এবং প্রতিটি শোই ছিল হাউসফুল। দর্শকেরা এমন একটি ছবি দেখে উচ্ছ্বসিত, আনন্দিত। উপস্থিত দর্শকেরা জানান, মিশিগানে এই প্রথম প্রেক্ষাগৃহে বাংলাদেশের ছবি দেখলাম, বড় পর্দায় বাংলা ছবি দেখে আমরা অভিভূত। বাংলাদেশের ছবির মান যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এ ছবি ও দর্শকই এর প্রমাণ। ‘চাঁদ মামা’ গানটির সঙ্গে সবাই ঠোঁট মিলিয়েছেন।
দর্শকেরা জানান, ‘ছবিতে অভিনেতা, অভিনেত্রীদের অভিনয়, গান, ক্যামেরার কাজ, সম্পাদনা—সবকিছুই ভালো। আমরা এ রকম আরও বাংলা সিনেমা মিশিগানে দেখতে চাই।’
এখানে উল্লেখ্য, গত ঈদে ছবিটি মুক্তি পেয়েছিল দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে। ছবিটি চলছে। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে প্রবাসী বাঙালি রয়েছেন, সেসব স্থানের থিয়েটারগুলোতে ‘বরবাদ’ পরিবেশিত হয়েছে। সবখানেই ছবিটি দর্শকেরা দেখেছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’–এ অভিনয় করেছেন, শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল, কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে। এ ছাড়া আইটেম গানে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে ১২ এপ্রিল সন্ধ্যায় শাকিব খানের ‘বরবাদ’ প্রদর্শন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সিনেমাটির বিভিন্ন বিষয় তুলে ধরেন এস কে ফিল্মসের পক্ষ থেকে নিউইয়র্ক থেকে আগত বদরুদ্দোজা সাগর ও মিশিগানের বিশিষ্ট কবি–গীতিকার ইশতিয়াক রুপু।
নয়াশতাব্দী/সাইদুর