২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

মেজাজ হারিয়ে দর্শককে ‘শিক্ষা’ দিতে গ্যালারিতে মাহমুদ উল্লাহ

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ৫:২২ অপরাহ্ন
মেজাজ হারিয়ে দর্শককে ‘শিক্ষা’ দিতে গ্যালারিতে মাহমুদ উল্লাহ

স্বভাবে শান্তশিষ্ট মাহমুদ উল্লাহ। সমালোচনার পর সাধারণত কোনো জবাব দেন না তিনি। এমনকি সেঞ্চুরি হাঁকানোর পরেও খুব একটা প্রতিক্রিয়া দেখান না সাবেক এই ব্যাটার। তবে আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি।

রেগে গিয়ে দর্শককে শিক্ষা দিতে গ্যালারিতে উঠে পড়েন মাহমুদ উল্লাহ। আবাহনীর কাছে হেরে শিরোপা স্বপ্ন শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন তিনি। ভগ্ন হৃদয় নিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন তিনি। টানেল দিয়ে ফেরার পথেই গ্যালারি থেকে কেউ একজন দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ওঠেন।

‘ভুয়া’ ‘ভুয়া’ বলার সঙ্গে নাকি অভিজ্ঞ ক্রিকেটারকে গালিও দিয়েছেন সেই দর্শক।
 
এমন শোনার পর টানেলের পথ বদলে সোজা গ্যালারিতে ওঠে যান মাহমুদ উল্লাহ। সেই দর্শকের কাছে পৌঁছেও যান তিনি। সে সময় ৩৯ বছর বয়সী ব্যাটারকে শান্ত করতে মোহামেডানের কর্মকর্তারাও গ্যালারিতে ওঠেন। তারপর মাহমুদ উল্লাহকে শান্ত করে নিচে নামিয়ে আনেন।
 
অনাকাক্সিক্ষত ঘটনার আগে ব্যাট হাতে দারুণ কিছু করেছিলেন মাহমুদ উল্লাহ। তার ও আরিফুল ইসলামের জোড়া ফিফটিতে প্রতিপক্ষ আবাহনীকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছিল মোহামেডান। সেই রানে অবশ্য প্রতিপক্ষকে আটকাতে পারেনি তারা। তিন ফিফটিতে ৬ উইকেটের জয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী।

আবাহনীর হয়ে ফিফটি করেছেন জিশান আলম (৫৫), মোহাম্মদ মিথুন (৬৬*) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৭৮*)। সবমিলিয়ে ডিপিএলে ২৪তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।

নয়াশতাব্দী/সাইদুর