২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ওরফে (ফরিদ) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।

শনিবার (০৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো, রাজবাড়ীর গোয়ালন্দ পৌর সভার ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার গিয়াস উদ্দিন শেখ ওরফে (গর্জন) এর ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ওরফে (ফরিদ)।

জানা যায়, গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নয়াশতাব্দী/ইআর