২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

পিএসজি না আর্সেনাল, কে যাচ্ছে মিউনিখে?

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
পিএসজি না আর্সেনাল, কে যাচ্ছে মিউনিখে?

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ পিএসজির আতিথ্য নেবে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিলো মিকেল আর্তেতার দল।

পিএসজি-আর্সেনালের কারও ঘরেই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি ওঠেনি। চলতি মৌসুমে দুই দলের সামনে সুযোগ এসেছে প্যারাডাইম শিফট করার। এই দুই দলের অন্তত একটি দল আজ রাতে নিশ্চিত করবে মিউনিখের ফাইনাল।

এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থেকেই মাঠে নামবে পিএসজি। এরইমধ্যে লিগ ওয়ান জেতা প্যারিসের দলটি আছে দারুণ ছন্দে। গোলরক্ষক দোনারুমা প্রথম লেগে ছিলেন প্রাচীর হয়ে। ফিরতি লেগেও নিশ্চয়ই দলের বড় ভরসা হবেন তিনি। কোচ লুইস এনরিকের অধীনে অধরা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে মরিয়া ফরাসি জায়ান্টরা।

বিপরীতে, লিগে সবশেষ ম্যাচে পয়েন্ট হারালেও ফাইনালে যেতে মরিয়া আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ২০০৫-০৬ মৌসুমের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার প্রত্যয় ইংলিশ জায়ান্টদের। যদিও কাজটা কঠিন কিন্তু অসম্ভব বলে মনে করছে না আর্তেতার দল।

আজ প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রাত ১টায়।