
আওয়ামী লীগকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন সারোয়ার তুষার। তিনি দলটিকে কোনো রাজনৈতিক দল নয় বলেও মন্তব্য করেন এবং আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক দলের মর্যাদা প্রমাণ করার আহ্বান জানান।
শনিবার (১০ মে) নিজের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে সারোয়ার তুষার বলেন, "আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এটা একটা দেশবিরোধী শক্তিতে পরিণত হয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এই দলের পুরো হাই কমাণ্ড পাশের দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।"
আওয়ামী লীগকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠলেই গণতন্ত্রের জন্য হুমকি বলা হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, "আওয়ামী লীগ কি গণতান্ত্রিক দল? এটা একটা ফ্যাসিস্ট গোষ্ঠী। যতবার তারা সুযোগ পেয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধূলিসাৎ করেছে, ধ্বংস করেছে।"
তিনি আরও বলেন, "৭৫ সালে তারা একদলীয় শাসন বাকশাল করেছে। ২০০৯-২৪ এ তারা নব্য বাকশালী শাসন কায়েম করে সংবিধান, প্রতিষ্ঠান সমস্ত কিছুকে ধ্বংস করেছে। এই দলকে রেখে দেয়াটাই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি।"
সারোয়ার তুষারের এই বিবৃতি দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
নয়াশতাব্দী/এসআর