২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে এমনই তথ্য।

গতকালও এই জেলায় রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা। অতি উত্তাপে জেলাজুড়ে নেমে এসেছে স্থবিরতা। প্রাণীকূলের জীবন হাঁসফাঁস অবস্থা। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তবে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। তারা বের হচ্ছেন জীবিকার তাগিদে।

পরিবেশবিদরা বলছেন, ভৌগোলিক কারণে এ বছর তীব্র গরমের স্থায়ীত্ব কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন গরমের তীব্রতা আরও বাড়তে পারে। চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

নয়াশতাব্দী/এসআর