২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

‘ঈদের দিনও গৃহবন্দি ছিলাম’

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ৩:৩৫ পূর্বাহ্ন
‘ঈদের দিনও গৃহবন্দি ছিলাম’

করোনার এই কঠিন সময়ে তারকারা কে, কোথায় ঈদ উদযাপন করেছেন তা জানার আগ্রহ অনেকেরই। সেই আগ্রহ থেকেই আমাদের এ আয়োজন।

 

ঈদের দিনে বাংলাদেশের জাতীয় দলের ওপেনার সৌম‍্য সরকারের সঙ্গে কথা হয় যুগান্তরের। এই তারকা ক্রিকেটারের কেমন কাটল ঈদ- তা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হল-

 

যুগান্তর: আসসালামুআলাইকুম,ঈদ মোবারক----

 

সৌম‍্য সরকার: ঈদ মোবারক, কেমন আছেন।

 

যুগান্তর: আলহামদুলিল্লাহ ভালো আছি।

 

যুগান্তর: আপনি কেমন আছেন?

 

সৌম‍্য সরকার: আমিসহ পরিবারের সবাই ভালো আছে।

 

যুগান্তর: এখন কোথায় আছেন?

 

সৌম‍্য সরকার: আমি এখন গ্রামের বাড়ি সাতক্ষিরায় আছি।

 

যুগান্তর: করোনায় ঈদ কেমন কাটল?

 

সৌম‍্য সরকার: পরিস্থিতি আসলে ঈদ করার মতো ছিল না।

 

যুগান্তর: ঈদের দিন আমরা সাধারণত আত্মীয়র বাসায় বা কোথাও ঘুরে বেড়াতে অভ‍্যস্ত। এবার কি কোথাও ঘুরতে গেলেন?

 

সৌম‍্য সরকার: না ভাই, কোথায়ও যাইনি। বাসা থেকে বেরও হইনি।

 

যুগান্তর: ঈদের জন‍্য এবার শপিং করেছেন?

 

সৌম‍্য সরকার: আসলে এবার তেমন কিছুই হয়নি।

 

যুগান্তর: মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশের একাধিক সিরিজ, এশিয়া কাপ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হল…?

 

সৌম‍্য সরকার: মহামারীতে আসলে আমাদের কারো হাত নেই। একাধিক সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপ বাতিল হওয়ায় একজন প্লেয়ার হিসেবে তো খারাপ লাগেই। তারপরও এটা বুঝতে হবে করোনায় পুরো বিশ্ব সাফার করছে। অনেক জায়গায় হয়তো খেলা শুরু হয়েছে, আমাদের দেশে এখনও খেলার পরিবেশ তৈরি হয়নি। খেলতে তো সবাই চায়, খেলা না থাকায় খারাপ লাগছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করছি আবার খেলতে পারব।

 

যুগান্তর: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাচ্ছে শ্রীলংকার বিপক্ষে স্থগিত হওয়া সিরিজটি সেপ্টেম্বরে আয়োজন করতে, দীর্ঘ পাঁচ মাস গৃহবন্দি থাকার পর হঠাৎ আন্তর্জাতিক সিরিজ খেলা কতোটা চ‍্যালেঞ্জিং?

 

সৌম‍্য সরকার: এই সিরিজের ব‍্যাপারে আমি আসলে তেমন কিছুই জানি না। আপনাদের মাধ‍্যমেই যতটুকু জেনেছি। অনেক দিন হলো গৃহবন্দি, মাঠে প্রাকটিসেরও সুযোগও পাইনি। ঘরের প্রাকটিস আর মাঠের প্রাকটিস রাত দিন তফাৎ। তবে সিরিজ আয়োজন হলে যে করেই হোক আমাদের ফিট হতে হবে।

 

যুগান্তর: এ পরিস্থিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কতোটা চ‍্যালেঞ্জিং?

 

সৌম‍্য সরকার: এখনকার জন‍্য বড় চ‍্যালেঞ্জ। সিরিজ শুরুর আগে আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। শ্রীলংকা যদি প্রস্তুতি ম‍্যাচ খেলতে আগ্রহী না হয় তাহলে দ্রুত ঢাকা লিগ শুরু হলে ভালো হবে।

 

যুগান্তর: ঈদুল আজহার আগেই মুশফিক, ইমরুল, মিঠুন, মিরাজ, তাসকিনসহ অনেকেই ব‍্যক্তিগতভাবে প্রাকটিস শুরু করেছেন। আপনি কবে প্রাকটিসে ফিরছেন?

 

সৌম‍্য সরকার: ঢাকায় থাকলে আমিও প্রাকটিস করতাম, বাড়িতে থাকায় হয়নি। আসা করছি দ্রুত সময়ের মধ‍্যে ঢাকায় গিয়ে প্রাকটিস শুরু করতে পারব।

 

যুগান্তর: যুগান্তরকে সময় দেয়ার জন‍্য ধন‍্যবাদ।

 

সৌম‍্য সরকার: আপনাকেও ধন‍্যবাদ, ভালো থাকবেন।