
ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আইইএলটিএস প্রফেসর এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ADUST)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ADUST-এর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উন্নত ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের সুযোগ লাভ করবেন।
গত (০৯ মে) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ADUST) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে, আইইএলটিএস প্রফেসর প্রতি বছর দু’বার ADUST-এর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ, সেমিনার অথবা ওয়ার্কশপের আয়োজন করবে। এছাড়াও, উভয় পক্ষ যৌথভাবে গবেষণা কার্যক্রমে সহযোগিতা করবে এবং ADUST-এর শিক্ষার্থীরা আইইএলটিএস প্রফেসরের বিভিন্ন কোর্সে বিশেষ ছাড়ের সুবিধা পাবে।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রতি ট্রাইমেস্টারে একবার ADUST ক্যাম্পাসে আইইএলটিএস প্রফেসরের রিসোর্স ব্যবহার করে ক্যারিয়ার পরামর্শ সেশনের আয়োজন করা হবে। এই সেশনগুলির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষা দক্ষতার ভিত্তিতে কর্মজীবনের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে আইইএলটিএস প্রফেসরের প্রতিনিধি বলেন, "আমরা অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদার হতে পেরে আনন্দিত। আমাদের বিশ্বাস, এই সহযোগিতার মাধ্যমে ADUST-এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করতে সক্ষম হবে।"
ADUST-এর উপাচার্য বলেন, "ইংরেজি ভাষার গুরুত্ব আজ বিশ্বব্যাপী। আইইএলটিএস প্রফেসরের সাথে এই সমঝোতা আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আরও দক্ষ করে তুলতে সহায়ক হবে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।"
এই সমঝোতা স্মারকটি ADUST-এর শিক্ষক ও শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের যোগ্য প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।