
রাজশাহীর দুর্গাপুরে নাশকতার মামলায় মাহবুবুর রহমান টুলু (৫৭) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
গ্রেপ্তার মাহাবুর রহমান (টুলু) উপজেলার নন্দীগ্রাম শেখপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি নওপাড়া ইউনিয়নের ৫ নং (ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
১০ মে (শনিবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নন্দীগ্রাম নেতা মাহাবুর রহমান টুলুকে গ্রেপ্তার করা হয় । তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি মামলার তদন্ত প্রাপ্ত আসামি।
দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার (এস.আই) ইব্রাহিম হোসেন বলেন, নাশকতার মামলায় তদন্ত প্রাপ্ত আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান টুলুকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে কোর্টে চালান করা হয়।
নয়াশতাব্দী/ইআর