২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

ফুল আর কুড়াল হাতে ভয়ংকর রূপে ফারিণ

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
ফুল আর কুড়াল হাতে ভয়ংকর রূপে ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি কাজ করে চলছেন দাঁপিয়ে। নতুন নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন দর্শকের সামনে। এবার ভিন্ন লুকে সামনে এলেন এ অভিনেত্রী।

নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’- এর নায়িকা তিনি! আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটিতে ফারিণ এর লুক নানা প্রশ্ন বাঁধাল দর্শকের মনে।

রোববার সন্ধ্যায় ছবির একটি পোস্টার প্রকাশ্যে আসে। সেই পোস্টারে একেবারেই অন্য ফারিণকে আবিষ্কার করে দর্শক। কারণ পোস্টারে ফারিণকে দেখা যায় এক রহস্যময়ীর অবতারে।

পোস্টারে দেখা যায়, ফারিণের রহস্যময় লুক, খয়েরি রক্তের গ্ল্যামারাস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।

শুধু তাই নয়, সেই পোস্টারে দেখা যায়, ফারিণের এক হাতে রক্তমাখা কুড়াল, আরেক হাতে গোলাপ। আর পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’

পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, মূলত মানবিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ছবিটি। আর সেখানে জাহান চরিত্রে দেখা যাবে ফারিণকে। বলেছেন, ‘এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।’

এ সিনেমাতে ভয়ংকর ডাক্তারের রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এ সিনেমায় নায়ক নায়িকা হিসেবে দেখা যাবে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণকে।

নয়াশতাব্দী/এসআর