
রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনায় হাসিবুর নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন, এর মধ্যে ১৬ জন গুরুতর আহত। মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে ১৪ মে, বুধবার সকাল ১০টার দিকে দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী গ্রামে। জমি ভাগ বন্টন নিয়ে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হামলা ও পাল্টা হামলায় পরিণত হয়। প্রথম পক্ষের লোকজন গুরুতর আহত হন এবং সন্ধ্যায় তারা দ্বিতীয় পক্ষের ওপর হামলা চালান। এতে যুবক হাসিবুর নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি ভাগবন্টন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রথম পক্ষের শাহিন (২৩) মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন। সংঘর্ষের পর সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে দ্বিতীয় পক্ষের ওপর হামলা চালায় প্রথম পক্ষ, এতে গুরুতর আহত হয়ে হাসিবুর মারা যান। হামলায় আরও আহত হন রাহিম (৫০), যাকে পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং ফারুক (৫৫), যার ডান পায়ের হাটুর নিচে আঘাত করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় পক্ষের হামলায় প্রথম পক্ষের ওয়াজেদ আলী (৫৫), সোনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫৫) সহ অন্তত ১০-১২ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানিয়ে বলেন, "জমি সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান।"
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়রা নিরাপত্তা নিয়ে চিন্তিত।