৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৯ মে, ২০২৫

জুলাই এর গল্প' আত্মপ্রকাশ উপলক্ষে দোহারে সংবাদ সম্মেলন

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
জুলাই এর গল্প' আত্মপ্রকাশ উপলক্ষে দোহারে সংবাদ সম্মেলন

গত রবিবার (১৮ মে) দুপুরে ঢাকা গভর্নর দোহার উপজেলায় 'জুলাই এর গল্প' নামক প্রথম এপিসোডের আত্মপ্রকাশ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টিম এলিসান শটসের উদ্যোগে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনটি দোহার প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা ১৫ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ সময়ে বাংলাদেশের রাজপথ রক্তাক্ত হওয়ার কথা উল্লেখ করেন এবং বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেন। বক্তারা জানান, এই স্বাধীনতা অর্জনের পেছনে লাখো মানুষের আত্মত্যাগ রয়েছে, যার মধ্যে প্রায় ২ হাজার মানুষ আত্মবিসর্জন দিয়েছে অধিকারের জন্য।

তারা বলেন, "কিন্তু, বর্তমানে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী জুলাইয়ের এই অর্জনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং শহিদদের অসম্মান করছে। আমরা নিষেধ করছি, যেন জুলাই যেন কোনো বিশেষ গোষ্ঠীর কাছে বিক্রি না হয়ে যায়।"

অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বিপ্লবীদের ত্যাগ এবং তাঁদের গৃহীত পদক্ষেপগুলোকে চিরস্মরণীয় করে তোলা। বক্তারা বলেন, "দোহারে অনেক জুলাই যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন, তাঁরা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এমনকি জেল খেটেও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে হবে।"

টিম এলিসান শটসের অনুষ্ঠানে প্রকাশিত 'জুলাই এর গল্প'-এর প্রথম এপিসোডের মাধ্যমে বিপ্লবীরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন দেশবাসীর সাথে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নিউজ ৩৯।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 'জুলাই এর গল্প'-এর এপিসোড ডিরেক্টর আমির হোসেন শাফিন, প্রোগ্রাম প্ল্যানার মাসুদুর রহমান আদনান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাসেল হোসেন, প্রোডাকশন ম্যানেজার সোহেল বেপারী, লজিস্টিক হেড আসিফ সজল, আব্দুর রহমান শিপনসহ অন্যান্য সদস্যরা।

প্রথম এপিসোড আজ (১৮ মে) রিলিজ করা হয়েছে যা আগামী দিনগুলোতে নিয়মিতভাবে চলবে।

নয়াশতাব্দী/এসআর