
ঢাকার দোহার উপজেলায় খাদিজা আক্তার (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১ টায় মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত খাদিজা স্থানীয় এক প্রবাসীর স্ত্রী এবং পরিবারের মধ্যে ৩ বোন ও ৩ ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান।
প্রতিবেশীরা জানান, খাদিজার মা গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে ফিরে এসে দেখেন শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে খাদিজাকে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে একটি ইউ ডি মামলা করা হয়। আজকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়াশতাব্দী/এসআর