২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

দুদুর বক্তব্যের জবাবে যা বললেন সারজিস আলম

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
দুদুর বক্তব্যের জবাবে যা বললেন সারজিস আলম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পর পর দুটি পোস্ট দেন সারজিস। ওই পোস্টে তিনি শামসুজ্জামান দুদুর বক্তব্যের সমালোচনা করেন।

প্রথম পোস্টে সারজিস বলেন, "এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাবের কর্মসূচির ডাক দিলেই পারতো!"

দ্বিতীয় পোস্টে সারজিস বলেন, "ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি? Confused !"

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনাসভায় আজ বক্তব্য রাখেন বিএনপি নেতা দুদু।

বক্তব্যের এক পর্যায়ে বিএনপি নেতা দুদু বলেন, যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না।

নয়াশতাব্দী/এসআর