২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের সব পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে—মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মে) সকালে নরসিংদীতে শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই সকল পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু তা না হওয়ায় শহীদ আরমানের সন্তানকে এতিমখানায় থাকতে হচ্ছে।

তিনি আরও বলেন, যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকারসহ অনেকেই ক্ষমতার স্বাদ পেয়েছেন, তাদের কাছে আন্দোলনে শহীদদের তালিকা নেই কেনো?—এই প্রশ্নও তোলেন রিজভী।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, আহ্বায়ক, সদস্যসচিব ও সদস্যসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এসআর