২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

লালমনিরহাটে ১২০ টাকা খরচে পুলিশে চাকুরী পেলেন ১৭ জন।

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
লালমনিরহাটে ১২০ টাকা খরচে পুলিশে চাকুরী পেলেন ১৭ জন।

লালমনিরহাটে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লালমনিরহাট জেলায় নিয়োগ পেয়েছেন ১৭ জন প্রার্থী। তাদের এই নিয়োগ আবেদনে সরকারি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। বৃহস্পতিবার (২২ মে) রাতে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম নিয়োগপ্রাপ্তদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থী জাহিদ জানান, তার বাবা একজন কৃষক। ঘুষ দিয়ে চাকরি পাওয়া তাদের পক্ষে কখনোই সম্ভব ছিলো না অথচ মাত্র ১২০ টাকায় সে চাকরি পেয়েছে। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ছোটবেলা থেকেই নানার বাড়িতে থেকে পড়ালেখা করেছেন তিনি। ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান জাহিদ।

লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং আইজিপি মহোদয়ের নির্দেশ অনুযায়ী এবার আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো ধরণের তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি। আমরা চাই—যোগ্য, সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক। আজকের এই ফলাফল তারই প্রমাণ। যারা নিয়োগ পেয়েছেন, তারা যেন সৎ থেকে দেশসেবায় আত্মনিয়োগ করেন, এটাই প্রত্যাশা।

তিনি বলেন, “সারা দেশের ৬৪ জেলার পুলিশ সুপারগণ যোগ্যতা, নিষ্ঠা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অঙ্গীকার করেছিলেন। সেটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে। যাঁরা নির্বাচিত হয়েছেন, তারা দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। প্রাথমিক যাচাই-বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ শেষে লালমনিরহাট পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ১৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে এবং ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিয়োগপ্রাপ্তদের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

নয়াশতাব্দী/এসআর