২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

রিশাদ পেলেন আইফোন, সঙ্গে আরও তিনজন

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২৫, ২:২৩ অপরাহ্ন
রিশাদ পেলেন আইফোন, সঙ্গে আরও তিনজন

পুরোপুরি হয়ত নয়, তবে চাইলেই রাতটা নিজের দাবি করতে পারেন রিশাদ হোসেন। বাকিদের তুলনায় রান অবশ্য বেশি খরচ করেছেন, কিন্তু ফিরিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের সেরা তিন ব্যাটারকে। লাহোর কালান্দার্সও কেটেছে ফাইনালের টিকিট। পিএসএলের কোয়ালিফায়ারে দারুণ পারফর্ম করা খেলোয়াড়দের পুরস্কার দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইসলামাবাদের বিপক্ষে চারজন সেরা তারকাকে খুঁজে নিয়েছেন দলটির মালিক সামিন রানা। দুজন দেশি, বাকি দুজন বিদেশি। সোনায় মোড়ানো আইফোন পাওয়াদের এই তালিকায় আছেন রিশাদ। বাকি তিনজন—কুশল পেরেরা, সালমান মির্জা ও মোহাম্মদ নাইম।

লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। সাড়ে ৪ মিনিটের ওই ভিডিওতে প্রথমেই ঘোষণা করেন লঙ্কান ব্যাটার কুশলের নাম। এরপর সালমান-নাইম এবং শেষে রিশাদ। টাইগার লেগির নাম বলার আগে তাকে কোয়ালিফায়ারে দলে রাখার গল্প শুনিয়েছেন সামিন।

লাহোরের মালিক পরে বলেন, ‘তোমাকে নিয়ে আমি অনেক গর্বিত রিশাদ। সিরিয়াসলি ভাই, তুমি আমাদের গর্বিত করেছ আজ। আমরা যখন ব্যাকফুটে ছিলাম তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের ফিরিয়েছো, যারা সাধারণত স্পিনের বিপক্ষে আরও ভালো খেলে। সালমান, সাদাব এবং জিমি নিশাম। একটি আইফোন তোমার জন্য।’

এসময় সবাই রিশাদের নামে ধ্বনি দেন। এসময় সামিন বাংলায় বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ রিশাদ গতকাল রাতে ব্যাটিংয়ে ২ বলে ৫ রান করেন। পরে বোলিংয়ে খরুচে থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে নেন তিনটি উইকেট। ব্যাটিংয়ে দারুণ করা লাহোর বোলিংয়ে দেখায় দাপট। দুইশ ছাড়ানো সংগ্রহে তাতেই আসে ৯৫ রানের বড় জয়।

ফাইনালে রিশাদদের প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিয়েটরস। আগামীকাল রোববার রাত ৮.৩০টায় শিরোপা ফয়সালার লড়াই। কুড়ি কুড়ির রোমাঞ্চ চলবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

নয়াশতাব্দী/ইআর