২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

দোহারে জমকালো ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
দোহারে জমকালো ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, জমি সুরক্ষিত রাখি" প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর আয়োজন করা হয়েছে। দোহার উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে ভূমি ব্যবস্থাপনা ও সেবার সচেতনতা বৃদ্ধি করেছে।

রবিবার, ২৫ মে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। তিনি ভূমি সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করে নিয়মিত খাজনা পরিশোধের গুরুত্ব ও অনলাইন ভূমি সেবা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মেলায় উপস্থিত জনতার প্রশ্নের উত্তর দিয়ে ইউএনও অংশগ্রহণকারীদের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করেছেন। সভাপতির বক্তব্যে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ আধুনিক ভূমি সেবার সুবিধাসমূহ ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংশ্লিষ্ট বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মেলায় দোহার উপজেলা পরিষদের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা, সাংবাদিক, শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালিতে বিভিন্ন ভূমি সেবা প্রদর্শনকারী স্টল ছিল, যেখানে ভূমি রেকর্ড যাচাই, খাজনা পরিশোধ, নামজারি প্রক্রিয়া সহ নানা সেবা প্রদান করা হয়।

এই আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও সেবা সম্পর্কে সচেতনতার বৃদ্ধি ঘটেছে এবং ডিজিটাল ভূমি সেবার গ্রহণযোগ্যতা আরও এক ধাপ এগিয়েছে।

নয়াশতাব্দী/ইআর