
সাভারে হকার্স লীগ থেকে বিএনপি নেতা বনে যাওয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম জহির-এর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার (২৮ মে) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিক এ কর্মসূচিতে অংশ নেন। তারা অবিলম্বে জহিরুলের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী রবিউল ইসলাম রবি, স্টাফ রিপোর্টার, দৈনিক সরেজমিন বার্তা জানান, সোমবার আশুলিয়ার মধুপুর গ্রামে সংবাদ সংগ্রহে গেলে জহিরুল ও তার ৫-৮ সহযোগী তাকে লাঞ্ছিত করে ও গুলি করে হত্যার হুমকি দেয়।
দৈনিক জনবানীর জামাল প্রধানিয়া বলেন, জহির আগে হকার্স লীগের নেতা ছিল। মামার প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি—সবই করেছে। এখন বিএনপিতে যোগ দিয়ে সেইসব অপরাধই চালিয়ে যাচ্ছে।
দৈনিক ঘোষণার শাহাদাত হোসেন সরকার বলেন, এই লোক সুবিধাবাদী, যখন যেই দল ক্ষমতায় থাকে, সেখানেই ঢুকে পড়ে। এখন বিএনপির নামে সাংবাদিককে লাঞ্ছিত করছে, এতে দলের বদনাম হচ্ছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুব মণ্ডল, শামিম হাসান সিমান্ত, মৃদুল ধর বাভন, রিপন, মানিকসহ আশুলিয়া ও কাশিমপুরের গণমাধ্যমকর্মীরা।
নয়াশতাব্দী/এসআর