
পঞ্চগড় জেলা শহরের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরোনো সাংবাদিকদের সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২৮ মে) রাতে একদল দুর্বৃত্ত প্রেসক্লাবে তালা দেয়া এবং বৃহস্পতিবার বিক্ষুব্ধরা সাংবাদিকরা তালা ভেঙে প্রেসক্লাবে অবস্থান শুরু করলে অনাকাঙ্খিত ঘটনা রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে পঞ্চগড়ের। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পঞ্চগড় প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই আদেশ পড়ে শোনান এবং প্রেসক্লাবের ভবন ও প্রধান ফটক সিলগালা করে দেয়া হয়। এ সময় পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম, সদর থানার ওসি আব্দুল্লা হিল জামানসহ পুলিশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্য ও সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ৫ আগস্টের পূর্বে আমরা প্রেস ক্লাবের সদস্য নিতে কার্যক্রম শুরু করি। কিন্তু আগস্ট বিপ্লবের কারণে কিছুটা দেরি হয়। পরে প্রেস ক্লাবের সদস্য নয় এমন সাংবাদিকরা প্রেস ক্লাব দখলে নিয়ে আমাদের বিতাড়িত করে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর সাংবাদিক সরকার হায়দার বলেন, প্রেস ক্লাবে আমাদের আহ্বায়ক কমিটি করে দেয়া হয়। সেই মোতাবেক আমরা কাজ করছি। কিন্তু এরই মাঝে আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। তবে আমাদের লিখিত কিছু জানানো হয়নি। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেসক্লাব ও তার আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নয়াশতাব্দী/এনএ