২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

নির্বাচন না দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জনগণ: খন্দকার আবু আশফাক

দোহার-নবাবগন্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
নির্বাচন না দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জনগণ: খন্দকার আবু আশফাক

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের দাবি বাস্তবায়নে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে। শুক্রবার (৩১ মে) ঢাকার দোহার উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

আবু আশফাক বলেন, জনগণের আস্থা এখনো রয়েছে, তবে তারা আর ধৈর্য ধরছে না। সরকার যদি অবিলম্বে নির্বাচন ঘোষণা না করে, তাহলে ডিসেম্বরের মধ্যেই আন্দোলনের মাধ্যমে সেই নির্বাচন আদায় করা হবে।

তিনি আরও বলেন, যদি শেখ হাসিনার নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত থাকা হয়, তাহলে জাতি এমন নেতৃত্বকে অভিশংসন করবে।

অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।

নয়াশতাব্দী/ইএইচ