২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

সখীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
সখীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গণি, যুবদলের আহ্বায়ক ও বি.আর.ডি.বি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাছির উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নয়াশতাব্দী/ই