২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

জ্বালানি তেলের দাম কমেছে

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম কমেছে

 ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, কোরোসিনের দাম পুনরায় ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের গ্যাজেট প্রকাশ করেছে। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয় ।

নয়াশতাব্দী/ইআর