২১ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

ভুলে ম্যাগাজিন নিয়ে যায় আসিফ, আর যেন এমন না হয় নির্দেশনা দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
ভুলে ম্যাগাজিন নিয়ে যায় আসিফ, আর যেন এমন না হয় নির্দেশনা দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দরে ভুলক্রমে রিভলবারের ম্যাগাজিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ।

সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসিফ মাহমুদ কোন মানদণ্ডে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন সে বিষয়ে অবগত নন, বিষয়টি দেখতে হবে।

কুমিল্লা ও পটুয়াখালীতে ধর্ষণের ঘটনা নিয়ে তিনি জানান, দুই ঘটনায়-ই সাথে সাথে ব্যবস্থা নিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দোষীদের।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যেসব আয়োজন রয়েছে তাতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনসাধারণের মনোভাব অনেক ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নয়াশতাব্দী/ইআর