
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আঁখি চৌধুরীর অভিনীত সিনেমা ‘রুখে দাঁড়াও’ সম্প্রতি মুক্তি পেয়েছে। দেবাশীষ সরকার পরিচালিত এই ছবিতে আঁখির অভিনয় ইতোমধ্যে দর্শকদের মন কেড়েছে। শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজিত আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে দেখা যাবে আঁখিকে ভিন্ন চরিত্রে।
এছাড়া, নির্মাতা আনোয়ার সিরাজীর পরিচালনায় ‘কেন এমন হয়’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের কাজ করছেন আঁখি চৌধুরী। বর্তমানে চলছে সিনেমাটির শুটিং।
সিনেমার পাশাপাশি সিঙ্গেল নাটক, টেলিফিল্ম, ইউটিউব কন্টেন্ট ও বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম—সবখানেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী।
নয়াশতাব্দী/এইচ