২৪ আষাঢ়, ১৪৩২

০৯ জুলাই, ২০২৫

সরকারি আমলাদের দুর্নীতির কারণেই দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে: রাশেদ খান

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
সরকারি আমলাদের দুর্নীতির কারণেই দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে: রাশেদ খান

সরকারি আমলাদের দুর্নীতির কারণেই বাংলাদেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত ‘জনপ্রশাসন সংস্কার: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, আমলাতান্ত্রিক শ্রেষ্ঠত্বের মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠী রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে, যেখানে সবচেয়ে বেশি সুবিধাভোগীরাই আজ পরিণত হয়েছে স্বৈরাচারে। যৌক্তিক দাবি নিয়ে যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার, যা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।\

নয়াশতাব্দী/এসআর