২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

প্রকাশ্যে হাছান মাহমুদ, ঈদ করলেন লন্ডনে

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
প্রকাশ্যে হাছান মাহমুদ, ঈদ করলেন লন্ডনে

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে  ঈদের নামাজ আদায় করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে। আরেকটি ছবিতে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে।

হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে আনাস পাশা বলেন, ‘লন্ডনে পড়ালেখারত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে এসেছেন।’

নয়াশাতাব্দী/জিএস