২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

আড়াই বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন মা

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
আড়াই বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন মা


দীর্ঘ আড়াই বছর পর মায়ের কোলে ফিরলো শিশু রায়হান (৯)। ২০২২ সালের শেষ দিকে নিজ বাড়ি কুমিল্লার লাকসাম থেকে পালিয়ে ঢাকায় চলে আসে শিশুটি।এরপর বহু জায়গায় খুঁজেও শিশুটির কোনো সন্ধান পায়নি তার পরিবার। সম্প্রতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ শিশুটিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় তার পরিচয় পেলে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। অবশেষে তার মা ববিতা বেগমের (৩৮) হাতে শিশুটিকে হস্তান্তর করেন রেলওয়ে পুলিশ কর্মকর্তারা। হারিয়ে যাওয়া সন্তানকে বুকে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ববিতা বেগম। তিনি ধন্যবাদ জানান বিমানবন্দর রেলওয়ে পুলিশকে। 
নয়া শতাব্দী/এসই