২৩ আষাঢ়, ১৪৩২

০৭ জুলাই, ২০২৫

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: জামায়াতের সেক্রেটারি জেনারেল

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ৩:২০ অপরাহ্ন
এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: জামায়াতের সেক্রেটারি জেনারেল

নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৭ জুলাই) সকালে দলের সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এখানেই ১৯ জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে দলটি। গোলাম পরওয়ার জানান, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে। জানানো হবে ৭ দফা দাবি। বলেন, নির্বাচন পেছানোর কোন বক্তব্য জামায়াত দেয়নি। তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার ওপর গুরুত্ব দিয়েছেন। এমাসেই জুলাইয়ে সনদ ঘোষণার দাবি জানান তিনি।

অন্তবর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন গোলাম পরওয়ার।

নয়াশতব্দী/এসআর