২৩ আষাঢ়, ১৪৩২

০৭ জুলাই, ২০২৫

ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের পথে আলকারাজ

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের পথে আলকারাজ

উইম্বলডনের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথম সেটে হেরে গিয়েছিলেন কার্লোস আলকারাজ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আন্দ্রেই রুবলেভকে ৩-১ সেটে হারিয়েছেন স্প্যানিশ টেনিস সেনসেশন। এতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন তিনি।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে আলকারাজকে হারিয়ে দেন রাশিয়ান আন্দ্রেই রুবলেভ। দারুণ লড়াইয়ে টাইব্রেকারে ৭–৬ গেমের জয় তুলে নেন রুবলেভ। তবে পরের তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান আলকারাজ। দ্বিতীয় সেটে দাপুটে ৬–৩ গেমের জয় তুলে নেন এই স্প্যানিশ। পরের দুই সেটে জয় আসে সমান ব্যবধানে। ঠিক ৬–৪ ও ৬–৪ গেমের জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন আলকারাজ।

বর্তমান এই চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখতে পারলে উন্মুক্ত যুগে পুরুষ এককে পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা তিন গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়বেন আলকারাজ। এর আগে যে দুজন টানা তিন বা এর বেশিবার গ্র্যান্ড স্লাম জিতেছেন, তারা হলেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। ফেদেরার জিতেছিলেন টানা পাঁচটি এবং জোকোভিচের ভাগ্যে জুটেছিল টানা চারটি গ্র্যান্ড স্লাম। এই রেকর্ডের ভাগীদার অন্য দুজন হলেন পিট সাম্প্রাস ও বিয়র্ন বোর্গ।

নয়াশতাব্দী/এসআর