৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ৫, ২০২৫, ২:২৪ অপরাহ্ন
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার। হয়রানি প্রমাণিত হলে প্রত্যাহার করা হবে। সোমবার (৫ মে) দুপুরে তথ্যভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে এসব কথা জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, সম্প্রতি তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। যার পক্ষে নয় সরকার। চাকরিচ্যুত করতে হলে নোটিশ দিতে হবে বলে জানান তথ্য উপদেষ্টা। এ সময় সরকার মব ভায়োলেন্স চায় না বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে, প্রভাবশালীদের কাছে জিম্মি থাকতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমকে টিকিয়ে রাখতে টেকসই ব্যবসা মডেল দরকার।

এ সময় আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান।