২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

"ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য" ব্যানারে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ছাত্র-জনতা

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৫, ২:১৭ অপরাহ্ন
"ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য" ব্যানারে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ছাত্র-জনতা

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান করছেন ছাত্র-জনতা। আন্দোলনকারীরা এক যৌথ ঘোষণায় জানিয়েছেন, এখন থেকে সকল কর্মসূচি “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য” ব্যানারে অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ মে) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ঘোষনা দিয়েছেন।

ঘোষণায় বলা হয়, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটালেও এখনো অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে।”

আন্দোলনকারীরা অভিযোগ করেন, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চলছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছেন—এটি কোনো একক দলের নয়; বরং দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের সম্মিলিত ঐক্য।

ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান:
আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছেন, “আসুন, আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

তাদের ভাষায়, “জুলাই এখনো শেষ হয়ে যায়নি। ইনশাআল্লাহ, আমরা গণঅভ্যুত্থানের শক্তিগুলো একত্রে এই ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যাব।

নয়াশতাব্দী/এসআর