২৪ আষাঢ়, ১৪৩২

০৮ জুলাই, ২০২৫

নারী নির্যাতন মামলায় কারাগারে গায়ক নোবেল

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২৫, ৩:২০ অপরাহ্ন
নারী নির্যাতন মামলায় কারাগারে গায়ক নোবেল

নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। আজ মঙ্গলবার এই ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় ডিএমপি।

পুলিশ জানায়, গতকাল সোমবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। এরপর ওই নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে সেই মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে করা এক মামলায় সেবার গ্রেফতার হন তিনি।

নয়াশতাব্দী/এসআর