২৪ আষাঢ়, ১৪৩২

০৮ জুলাই, ২০২৫

এনসিপির দাবি রাজনৈতিক, কোনও মন্তব্য করবে না কমিশন: ইসি সানাউল্লাহ

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
এনসিপির দাবি রাজনৈতিক, কোনও মন্তব্য করবে না কমিশন: ইসি সানাউল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যেসব দাবি রয়েছে তা রাজনৈতিক। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করবে না কমিশন— এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কমিশন দায়িত্ব শুধুমাত্র ভোট আয়োজন করা। জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে, সেই সিদ্ধান্ত সরকারের। এ সময় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসি-এসপিদের রেখে যে কমিটি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। এটিকে ইসির অধীনে এনে খসড়া নীতিমালার সংশোধনীসহ চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়াও নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। এ সময় ইশরাক হোসেনের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।

নয়াশতাব্দী/এসআর