২৩ আষাঢ়, ১৪৩২

০৮ জুলাই, ২০২৫

সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে: হাসনাত আবদুল্লাহ

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২৫, ১২:২০ অপরাহ্ন
সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে: হাসনাত আবদুল্লাহ

সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে এক পথসভায় এ কথা বলেন তিনি।

দ্বিতীয় দিনের মত জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে দলটি। সেখানে এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করেন হাসনাত।

তিনি অভিযোগ করেন, এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন, তারাই ৫ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল।

এ সময়, রাষ্ট্র সংস্কারে বাধা দেয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নয়াশতাব্দী/এসআর