২৩ আষাঢ়, ১৪৩২

০৭ জুলাই, ২০২৫

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সাথে কোন আপোষ নয়: সারজিস আলম

নয়া শতাব্দী প্রকাশিত: মে ২৯, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সাথে কোন আপোষ নয়: সারজিস আলম
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো আপস নয়। তিনি অভিযোগ করেন, ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ ইনের মাধ্যমে এজেন্ট পাঠিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার  (২৯মে) লালমনিরহাট পাটগ্রাম উপজেলার টোরাঙ্গি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয় থাকবে, ততদিন ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে। 

আরো বলেন, রাজনৈতিক দল দেখার দরকার নাই। মার্কা দেখার দরকার নাই। যে মানুষটা ভালো, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার  ভালো লোককে ভোট প্রয়োগ করবেন। 

এছাড়াও তিনি উত্তরাঞ্চলের আরো নানা বিষয় নিয়ে কথা বলেন। 

পথ সভায় উত্তরাঞ্চলে অন্যতম  সংগঠক রাসেল মাহমুদ  সঞ্চালনায়(এনসিপি)'র জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নয়াশতাব্দী/এনএ