২৩ আষাঢ়, ১৪৩২

০৭ জুলাই, ২০২৫

‘নির্বাচিত সরকার থাকলে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলা হতো না’

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
‘নির্বাচিত সরকার থাকলে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলা হতো না’

নির্বাচিত সরকার থাকলে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্বে অবহেলা করতে পারতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন। সেখানে জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের সার্বিক খোঁজখবরও নেন।

এ্যানি অভিযোগ করেন, আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতা পরিলক্ষিত নয়। তিনি যোগ করে বলেন, বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে। সেইসাথে, দ্রুত শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি জানান বিএনপির এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত রোববার (২৫ মে) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানে আহত চারজন উন্নত চিকিৎসার দাবিতে বিষপান করেন। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নয়াশতাব্দী/এসআর